ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বস্তির বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে গতকাল শুক্রবার থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কয়েক দিন ধরে ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি হয়ে এসেছে। তাই হঠাৎ বৃষ্টিতে অনেকে যেমন বিপাকে পড়েন, তেমনি অনেককে মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। আজ দুপুরে চট্টগ্রাম নগরের মোমিন রোড এলাকা থেকে তোলা ছবি নিয়ে এই গল্প।

হঠাৎ বৃষ্টি এসেছে। দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা এক শিক্ষার্থীর।
হঠাৎ বৃষ্টি এসেছে। দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা এক শিক্ষার্থীর।
বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাচ্ছেন এই নারী।
ভারী বৃষ্টির মধ্যে গন্তব্যে যাচ্ছেন তাঁরা।
বৃষ্টিতে ঝাপসা হয়ে এসেছে চারপাশ।
বৃষ্টিতে ভিজে বাড়ি যাচ্ছে এক শিক্ষার্থী।
রিকশায় ভিজতে ভিজতে সন্তানকে নিয়ে স্কুল থেকে ফিরছেন এক অভিভাবক।
বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছে দুই বন্ধু।
মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে এক শিক্ষার্থী।
দুই বান্ধবীর বৃষ্টিবিলাস।
কেউ ভিজছে, কারও ছাতা নিয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষার চেষ্টা।
ঝুম বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছেন এক তরুণ।