মোখার আঘাতে সেন্ট মার্টিনের ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্ট মার্টিন দ্বীপের অনেক বাড়িঘর ভেঙে পড়েছে, উপড়ে গেছে গাছপালা। ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ফিরে এখন বাড়িঘরের মালামাল রক্ষার চেষ্টা করছেন। অনেককেই থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। প্রথম থেকে ১১ নম্বর পর্যন্ত ছবিগুলো গতকাল সোমবার (১৫ মে) তোলা। শেষের দুটি আজ মঙ্গলবারের ছবি।

সৈকতে নৌযানের ওপর উপড়ে পড়েছে গাছ।
 সৈকতে নৌযানের ওপর উপড়ে পড়েছে গাছ।
ভেঙে পড়েছে সেন্ট মার্টিন বি এন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের ভবন।
কোনাপাড়ার বাসিন্দা জাকির হোসেনের ঘর উড়ে গেছে, পড়ে আছে শূন্য ভিটা।
ঘর ভেঙে পড়ায় মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় হাসিনা বেগম।
কোনাপাড়া এলাকায় নিজেদের বিধ্বস্ত বসতভিটায় পোষা বিড়াল নিয়ে দাঁড়িয়ে এক শিশু।
দক্ষিণপাড়ায় ঘরের ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছেন এক নারী।
ঘরের মালামালের পাশে বসে খেলায় মেতেছে শিশুরা।  
নিরাপদ খাবার পানি সংগ্রহের খোঁজে কয়েকজন।
কোনাপাড়ায় ভাঙা ঘরের চালার ওপর নামাজ পড়ছেন তিন ব্যক্তি।
ধসে পড়েছে সৈকতের পাড়।
সাগরপথ বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো টেকনাফ থেকে সেন্ট মার্টিনে আনা যাচ্ছে না। জেটিঘাট এলাকার দোকানগুলো বন্ধ রয়েছে।
ত্রাণসহায়তার জন্য অপেক্ষায় ক্ষতিগ্রস্ত মানুষ।