সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকভাবেই বাড়তি চাপ থাকে যানবাহনের। আর এদিনে যদি থাকে রাজনৈতিক দলের সমাবেশ, তা হলে পরিস্থিতি হয় মড়ার উপর খাঁড়ার ঘা। যানজটে আটকে চলাচলকারীদের ওঠে নাভিশ্বাস। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলছে সড়কের উন্নয়নমূলক কাজ। রাস্তায় এ খোঁড়াখুঁড়ির কারণে পথচারীদের যেন চলাই দায়। আবার ফুটপাতে দিয়ে হাঁটারও জো নেই। পড়ে রয়েছে নির্মাণসামগ্রী। এসব নাগরিক দুর্ভোগ নিয়ে এই ছবির গল্প।