নাগরিক দুর্ভোগের খণ্ডচিত্র

সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকভাবেই বাড়তি চাপ থাকে যানবাহনের। আর এদিনে যদি থাকে রাজনৈতিক দলের সমাবেশ, তা হলে পরিস্থিতি হয় মড়ার উপর খাঁড়ার ঘা। যানজটে আটকে চলাচলকারীদের ওঠে নাভিশ্বাস। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলছে সড়কের উন্নয়নমূলক কাজ। রাস্তায় এ খোঁড়াখুঁড়ির কারণে পথচারীদের যেন চলাই দায়। আবার ফুটপাতে দিয়ে হাঁটারও জো নেই। পড়ে রয়েছে নির্মাণসামগ্রী। এসব নাগরিক দুর্ভোগ নিয়ে এই ছবির গল্প।

ফুটপাতে বালুর স্তূপ। দমকা হাওয়ায় এসব বালু উড়ে পথচারীদের চোখেমুখে পড়ছে। সড়কের পাশে এভাবে নির্মাণসামগ্রী রাখায় ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। চৌধুরীপাড়া, খিলগাঁও, ১১ আগস্ট
ছবি: দীপু মালাকার
সড়কে চলছে খোঁড়াখুঁড়ি, স্কুল থেকে বাসায় যাওয়ার পথে সন্তানকে সাবধানে রাস্তা পার করছেন এক অভিভাবক। চৌধুরীপাড়া, খিলগাঁও, ১১ আগস্ট
ছবি: দীপু মালাকার
রাজধানীর খিলগাঁওয়ের শহীদ বাকি সড়কে দীর্ঘদিন ধরে চলছে রাস্তা ও ড্রেনেজের উন্নয়নমূলক কাজ। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা, ১১ আগস্ট
খিলগাঁওয়ের চৌধুরীপাড়া এলাকার এ সড়কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চলছে সংস্কারকাজ। ভোগান্তি নিয়েই চলাচল করছে শিক্ষার্থীরা। ঢাকা, ১১ আগস্ট
খোঁড়াখুঁড়ি চলা রাস্তা দিয়েই সাইকেল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তাই সরু রাস্তায় দাঁড়িয়ে পড়তে হয় এই খুদে শিক্ষার্থীকে। চৌধুরীপাড়া, খিলগাঁও, ১১ আগস্ট
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নয়াপল্টনে ডাকা বিএনপির সমাবেশের কারণে কাকরাইল অভিমুখী সড়কগুলোতে সৃষ্ট হয় দীর্ঘ যানজট। কাকরাইল এলাকা, ঢাকা, ১১ আগস্ট
কাকরাইল সড়ক ও মালিবাগ-মৌচাক উড়ালসড়কে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকে যানবাহনগুলো। বীর উত্তম শামসুল আলম সড়ক, ১১ আগস্ট