আজ পবিত্র ঈদুল ফিতর। সকাল হতেই নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায়ে ঈদগাহে জড়ো হতে থাকেন মানুষ। ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষ উৎসবের মধ্য দিয়ে দিনটি শুরু করেন। ঈদগাহ ও মসজিদগুলোতে নামাজ আদায়ের পর কোলাকুলি ও কুশল বিনিময়ে মেতে ওঠেন মানুষ।
প্রথম আলো ডেস্ক
হাসিখুশি আর আনন্দের বার্তা নিয়ে আকাশের বুকে উঁকি দিচ্ছে এক ফালি ঈদের চাঁদ। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১০ এপ্রিল
বিজ্ঞাপন
ঈদের নামাজ পড়তে ছেলেকে পিঠে জড়িয়ে সাইকেলে করে নিয়ে যাচ্ছেন এই বাবা। ডাকবাংলা, খুলনা, ১১ এপ্রিল
বিজ্ঞাপন
ঈদুল ফিতরের জামাতে খুতবা শুনছেন মুসল্লিরা। খুলনা সার্কিট হাউস মাঠ, খুলনা, ১১ এপ্রিলসিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সিলেট, ১১ এপ্রিলশাহি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। সিলেট, ১১ এপ্রিল ঈদের জামাত শেষে কোলাকুলি করেন মুসল্লিরা। খুলনা সার্কিট হাউস মাঠ, ১১ এপ্রিলঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহ ময়দানের পথে মুসল্লিরা। প্রতাপপুর ঈদগাহ ময়দান, কাহালু উপজেলা, বগুড়া, ১১ এপ্রিলঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের প্রধান ঈদ জামাত। বাগেরহাট, ১১ এপ্রিলফরিদপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় চানমারি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। চানমারি ঈদগাহ মাঠ, ফরিদপুর, ১১ এপ্রিলঈদের নামাজ পড়তে বাবার কাঁধে চড়ে যাচ্ছে এই শিশু। হাবু ঈদগাহ মাঠ, গঙ্গাচড়া, রংপুর, ১১ এপ্রিলনামাজ শেষে শিশুদের বেলুন কিনে দিতে ভ্রাম্যমাণ দোকানের সামনে ভিড় করেন অভিভাবকেরা। আলীপুর, ফরিদপুর, ১১ এপ্রিলঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। পিয়ারাখালী ঈদগাহ, ঈশ্বরদী, পাবনা, ১১ এপ্রিল