আষাঢ়ের প্রথম দিনে পুরান ঢাকার গেন্ডারিয়া থানাসংলগ্ন মিলব্যারাক জেটিতে বর্ষা উৎসব ১৪৩০ উদ্যাপনের আয়োজন করা হয়। এতে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি যন্ত্রসংগীত, নৃত্য, আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। সেখানকার কিছু ছবি নিয়ে এবারের ছবির গল্প।
দীপু মালাকার
যন্ত্রশিল্পী হাসান আলীর বাঁশিবাদন।
বিজ্ঞাপন
সমবেত সংগীত পরিবেশনা।
বিজ্ঞাপন
দলীয় সংগীত পরিবেশন করছেন কয়েকজন। বুড়িগঙ্গা নদীর পারে বাতাসে দাঁড়িয়ে দুই নৃত্যশিল্পী। দলীয় নৃত্যের একটি বিশেষ মুহূর্ত। বর্ষা কথন পর্বে ১০ শিশু–কিশোরকে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অতিথিরা। দলীয় নৃত্যের একটি মুহূর্ত।শিশুদের দলীয় নৃত্য পরিবেশনা। দলীয় নৃত্য পরিবেশনার একটি মুহূর্ত।