থানচিতে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবির সদস্যরা

বান্দরবানের থানচি বাজার। শুক্রবার অনেকটা থমথমে চারপাশ। বাজারে কয়েকটি দোকান খুললেও বেশির ভাগই বন্ধ। বিভিন্ন স্থানে জটলা বেঁধে আছেন আতঙ্কিত লোকজন। যেকোনো সময় ঘটতে পারে যেকোনো ঘটনা—এমন একটি শঙ্কা সবার মধ্যে। বৃহস্পতিবার রাতে এ বাজারে চারদিকে ঘিরে আক্রমণ চালায় কেএনএফ সদস্যরা। তারা আক্রমণ করে থানচি থানায়। এ সময় পুলিশ-বিজিবির সঙ্গে ঘণ্টাব্যাপী তুমুল গোলাগুলি হয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের। মুহুর্মুহু গুলি চলে চারদিক থেকে। তাই আতঙ্ক কাটেনি স্থানীয় ব্যক্তিদের। যে যেদিকে পারছেন দ্রুত থানচি বাজার ছেড়ে নিরাপদে চলে যাচ্ছেন। এ অবস্থায় থানা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। সতর্ক অবস্থায় আছেন বিজিবির সদস্যরা। টহল দিচ্ছেন সেনাসদস্যরা।

থানার চারপাশে পুলিশের সতর্ক অবস্থান
পাহাড় থেকে নজর রাখছেন পুলিশ সদস্যরা
তল্লাশিচৌকিতে অস্ত্র হাতে সতর্ক অবস্থায় পুলিশের একজন সদস্য
বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন পুলিশ সদস্যরা
পাহাড়ি লোকজন দেখলেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
পুলিশি নিরাপত্তায় নামাজ পড়তে যান মুসল্লিরা
দূরে পাহাড়ের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন পুলিশ সদস্যরা
বাজারে টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা
বাজারের বিভিন্ন স্থানে অস্ত্র হাতে দাঁড়িয়ে বিজিবির সদস্যরা
লুট করা ব্যাংকগুলোয় ঝুলানো হয়েছে তালা
চোখেমুখে চিন্তার ছাপ থানার পাশে বসবাসকারী এই নারীর
আতঙ্কে থানচি বাজার ছেড়ে যাচ্ছেন অনেকে