কম্বল কেনাবেচা

শীত পড়তে শুরু করেছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গরম কাপড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের কম্বল কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। পছন্দের কম্বলটি কিনতে কেউ যাচ্ছেন দোকানে, কেউবা ভিড় করছেন ফুটপাতে। বিক্রেতারাও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে নানা মানের ও আকারের কম্বল সাজিয়ে রাখছেন দোকানে। চট্টগ্রাম নগরের হকার্স মার্কেট এলাকা থেকে ছবিগুলো তোলা।

দোকানে ক্রেতাকে কম্বল খুলে দেখাচ্ছেন বিক্রেতা।
দোকানে ক্রেতাকে কম্বল খুলে দেখাচ্ছেন বিক্রেতা।
স্তূপের মধ্য থেকে কম্বল বের করছেন এক ব্যবসায়ী।
ছোট-বড় বিভিন্ন আকারের কম্বল আছে দোকানে।
সাজিয়ে রাখা কম্বল থেকে নিজের পছন্দের রং বেছে নেওয়ার চেষ্টা করছেন একজন।
ফুটপাতেও চলছে কম্বলের কেনাবেচা।
ফুটপাতে সাজিয়ে রাখা কম্বল দেখছেন ক্রেতারা।