পাহাড়ি ঢলে জলাবদ্ধ সিলেট শহর

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোয় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগেই। সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট নগরের ছড়াগুলোর পানি উপচে নদী তীরবর্তী এলাকাগুলোয় প্রবেশ করেছে। নগরের নালা-নর্দমা ও প্রাকৃতিক ছড়ার পানি নদীতে নেমে না যাওয়ায় নগরের কয়েকটি এলাকার সড়ক ও বাসাবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ঢল ও বৃষ্টি বাড়লে নদীর পানি আরও ভোগান্তি বাড়াবে নগরবাসীর। ছবিগুলো নগরের কদমতলী, কালীঘাট, তালতলা, সোবহানীঘাট ও শাহজালাল উপশহর এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে তোলা।

জলাবদ্ধ ঘর থেকে গবাদিপশু বের করছেন এক ব্যক্তি।
জলাবদ্ধ ঘর থেকে গবাদিপশু বের করছেন এক ব্যক্তি।
বৃষ্টি ও ঢল বাড়লে নদীর পানি উপচে নগরের বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে।
পানিবন্দী সড়কে ভোগান্তি নিয়ে চলাচল করছেন বাসিন্দারা।
সিনেমা হলের সামনে জমেছে পানি। কাঠের বেঞ্চ বসিয়ে সেই পানি পার হচ্ছেন একজন।
জলাবদ্ধ সিলেট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয়।
নগরের কাজীরবাজার এলাকায় ছড়ার পানি উপচে পড়েছে আশপাশের এলাকায়।
সুরমা নদীর পানি উপচে নদী লাগোয়া চাঁদনীঘাট এলাকায় কিছু বসতঘরে পানি ঢুকেছে।
সুরমা নদীর কালীঘাট এলাকায় পানির তোরে ভেঙে গেছে নদী লাগোয়া একটি চায়ের দোকান।