রোজার প্রথম দিনই জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারের ইফতারি বাজার। দুপুর থেকেই চকবাজারের শাহি মসজিদের সামনে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইফতারি কিনতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে শুরু করেন। বিকেলে বেড়ে যায় ইফতারসামগ্রী কিনতে আসা মানুষের ভিড়।
দোকান ও সড়কে বাহারি ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারাডালায় সাজিয়ে রাখা হয়েছে মুখরোচক ইফতারিইফতারি বাজার তখন সবে জমতে শুরু করেছেমুরগি, কবুতর ও হাঁসের মাংসের নানা খাবারকোয়েল পাখির রোস্ট সাজিয়ে রাখা হয়েছেমুখরোচক হরেক পদের কাবাবনকশা করে কাটা হয়েছে আনারসচিরচেনা চকবাজারের দৃশ্যপ্রস্তুত দইবড়া। এবার বিক্রির অপেক্ষাইফতারি বাজারে শিক কাবাবের কদরও কম নয়ঘুগনি ছাড়া ছোলামুড়ি মাখা যেন পূর্ণতা পায় নাচকের বিশেষ খাবার ‘বড় বাপের পোলায় খায়’ইফতারি কিনতে ক্রেতাদের ভিড়।