চট্টগ্রামে বড়দিনের সাজ

রাত পার হলেই বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যদিও উৎসবের আমেজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর বাহারি ঝালরে বড়দিনের সাজে সেজে উঠেছে শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ। ছবিগুলো গতকাল সোমবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, এম এ আজিজ স্টেডিয়াম ও জিইসি মোড় এলাকা ঘুরে তোলা।

বড়দিনে সাজানো হচ্ছে বিশাল আকারের ক্রিসমাস ট্রি
বড়দিনে সাজানো হচ্ছে বিশাল আকারের ক্রিসমাস ট্রি
বড়দিনের সাজসজ্জায় আলোকবাতি জুড়ে দিচ্ছেন একজন
বড়দিনের সাজসজ্জায় তারার সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় পতাকা
বড়দিন উপলক্ষে বানানো হয়েছে নানান কুকিজ
বড়দিনে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে এগুলো
বড়দিন উপলক্ষে ছবি তুলছেন তাঁরা
সান্তা ক্লজের টুপি মাথায় ছবি তুলছেন এক তরুণী
বড়দিনের আবশ্যিক অনুষঙ্গ কেক বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে
বড়দিন উপলক্ষে সান্তা ক্লজ দিয়ে সাজানো হয়েছে রেস্তোরাঁটি
রেস্তোরাঁর ভেতরেও  বড়দিনের সাজ