ধরা পড়ছে ইলিশ

চলছে ইলিশ ধরার মৌসুম। ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। বাজারেও আসছে প্রচুর ইলিশ। আকার অনুসারে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২২ হাজার থেকে ৫০ হাজার টাকায়। পছন্দমতো সেগুলো কিনে নিচ্ছেন ক্রেতারা। বুধবার চট্টগ্রাম নগরের ফিশারিঘাট নতুন মাছবাজার ও পতেঙ্গার গঙ্গাস্নান ঘাট এলাকা থেকে তোলা ছবি নিয়ে আজকের গল্প।

বিক্রির জন্য আলাদা করা হচ্ছে বড় আকারের ইলিশ।
বরফ দিয়ে ইলিশ সংরক্ষণ।
ঝুড়িতে করে আনা হচ্ছে ইলিশ।
বিভিন্ন আকৃতির ইলিশ বাছাই করা হচ্ছে।
ছোট-বড় ইলিশ আলাদা করছেন একজন।
বরফ দিয়ে সংরক্ষণের পর পাঠিয়ে দেওয়া হবে গন্তব্যে।
স্তূপ করে রাখা হয়েছে জালে ধরা পড়া ইলিশ।
স্তূপ থেকে ইলিশ বাছাই চলছে।
দড়িতে ঝুলিয়ে নিয়ে আসা হচ্ছে ইলিশ।
ইলিশ নিয়ে ট্রলার থেকে নামছেন একজন।