বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে বাতাসের গতি বেড়ে গেছে। এ সময় সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। ঝড়ের কারণে সমুদ্র উপকূলের মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোথাও ঝিরঝির আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন ভোগান্তির মধ্যেও থেমে নেই মানুষের কর্মচাঞ্চল্য।