আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিধিলি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে বাতাসের গতি বেড়ে গেছে। এ সময় সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। ঝড়ের কারণে সমুদ্র উপকূলের মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোথাও ঝিরঝির আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এমন ভোগান্তির মধ্যেও থেমে নেই মানুষের কর্মচাঞ্চল্য।

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সাগর উত্তাল। সৈকতজুড়ে লাল পতাকা টাঙানো হয়েছে। সৈকতের লাবণী পয়েন্ট, কক্সবাজার
ছবি: সাজিদ হোসেন
উপকূলের নদীতীরবর্তী এলাকার লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে মাইকিং করছেন সেচ্ছাসেবকেরা। বলেশ্বর, শরণখোলা, বাগেরহাট
ঝড়ের কারণে নদীপথে বিভিন্ন ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রলারে কীর্তনখোলা নদী পারাপার করছে। স্টিমার ঘাট, বরিশাল
নিম্নচাপের প্রভাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। পলিথিন মুড়িয়ে গন্তব্যে যাচ্ছেন দুইজন। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা
ঝড়ের সময় কুয়াকাটা সৈকত জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যায়। সমুদ্র সৈকত, কুয়াকাটা
স্বেচ্ছাসেবকেরা মাইকে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের ঘূর্ণিঝড় ‘মিধিলি’র বিষয়ে সতর্ক করছেন। ডিসি ঘাট, বরিশাল
ঝিরিঝিরি বৃষ্টিতে কাজে বের হওয়া মানুষেরা। বাস্তুহারা, খুলনা
বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন মুড়িয়ে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন এই ব্যক্তি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা
ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি–কাদার মধ্যে সড়ক পার হচ্ছেন পথচারীরা। শ্যামলী, ঢাকা
অবরোধের কারণে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি থাকায় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। সদরঘাট, ঢাকা
কক্সবাজারে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। কক্সবাজার