প্রতি শুক্রবার সকালে দিনাজপুরের বাসুনিয়াপট্টিতে বউবাজার বসে। সেখানে কম দামে পাওয়া যায় জামা-জুতা, থানকাপড়সহ নানা প্রয়োজনীয় পণ্য। আরও পাওয়া যায় গৃহস্থালি পণ্য। এখানকার বেশির ভাগ বিক্রেতাও নারী। দূরদূরান্ত থেকে নারীরা আসেন এসব প্রয়োজনীয় পণ্য কিনতে। প্রায় ২০ বছর থেকে এই বাজার চলছে।