সুবোধ বাজারের কাঁচা মরিচ

সুবোধ বাজার—বগুড়ার গাবতলী উপজেলার একটি হাট। মৌসুমে কাঁচা মরিচের জমজমাট বেচাকেনা হয় এখানে। আশপাশের বিভিন্ন জায়গা থেকে হাটে মরিচ আনা হয়। বেচাকেনায় ব্যস্ত হয়ে ওঠে মোকামগুলো। কৃষকদের কাছ থেকে দরদাম করে কাঁচা মরিচ কিনে নেন পাইকারেরা। এরপর সেসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সম্প্রতি সুবোধ বাজার ঘুরে ছবিগুলো তোলা।

সরাসরি খেত থেকে সুবোধ বাজারে আনা হয়েছে সতেজ কাঁচা মরিচ
সরাসরি খেত থেকে সুবোধ বাজারে আনা হয়েছে সতেজ কাঁচা মরিচ
হাটে আনা কাঁচা মরিচের বস্তা নামানো হচ্ছে
কাঁচা মরিচের দরদাম করছেন ক্রেতা-বিক্রেতারা
হাটে বিক্রির জন্য আনা কাঁচা মরিচ ঢালছেন এক ব্যক্তি
হাটে বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে কাঁচা মরিচ
মোকামে দাঁড়িপাল্লায় কাঁচা মরিচ মাপা হচ্ছে
বিক্রি হয়ে যাওয়া কাঁচা মরিচ বস্তায় ভরা হচ্ছে
দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর আগে কাঁচা মরিচের বস্তার মুখ বন্ধ করছে একজন
মরিচ বিক্রি করা হয়ে গেছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন কৃষকেরা হাটে বিক্রির জন্য আনা কাঁচা মরিচ ঢালছেন এক ব্যক্তি