সুবোধ বাজার—বগুড়ার গাবতলী উপজেলার একটি হাট। মৌসুমে কাঁচা মরিচের জমজমাট বেচাকেনা হয় এখানে। আশপাশের বিভিন্ন জায়গা থেকে হাটে মরিচ আনা হয়। বেচাকেনায় ব্যস্ত হয়ে ওঠে মোকামগুলো। কৃষকদের কাছ থেকে দরদাম করে কাঁচা মরিচ কিনে নেন পাইকারেরা। এরপর সেসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। সম্প্রতি সুবোধ বাজার ঘুরে ছবিগুলো তোলা।