আজ বিশ্ব নদী দিবস। ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলাম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববারকে বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে, দেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ৮। তবে এই হিসাব চূড়ান্ত নয়। দেশের বিভিন্ন এলাকার নদীগুলো দখল আর দূষণের শিকার হচ্ছে। এমন কিছু নদীর দখল-দূষণ নিয়ে আজকের ছবির গল্প।
বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় করতোয়া নদীর ওপর বাঁশের সেতু করতে গিয়ে দুই পাশে নদীর বেশ খানিকটা অংশ ভরাট করে ফেলা হয়েছেকর্ণফুলী নদীর তীরে গাছ কেটে নির্মাণ করা হয়েছে স্থাপনাকর্ণফুলী নদীর পাড়ে জায়গা দখল করে তৈরি হয়েছে স্থায়ী ভবনবগুড়ায় দখলের কারণে সরু হয়ে গেছে করতোয়া নদী যশোরে ভৈরব নদের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছেখুলনা নগরের ময়ূর নদটি মানুষের বর্জ্য, কচুরিপানা ও ঘাসে পূর্ণ খুলনার গল্লামারী এলাকায় দখলের কারণে ময়ূর নদের পানিপ্রবাহ বন্ধ হয়ে সেখানে আগাছা জন্মেছে ব্রহ্মপুত্র নদের পাড়ে অবৈধভাবে তৈরি হয়েছে বাস টার্মিনাল। ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকাপয়োনিষ্কাশনের নালা ও নদীতীরবর্তী বিভিন্ন শিল্প ও ডাইং কারখানা থেকে নির্গত বর্জ্যে প্রতিনিয়ত বুড়িগঙ্গা নদীর পানি দূষিত হচ্ছে। দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকা