আজ বিশ্ব নদী দিবস। ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলাম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববারকে বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে, দেশে নদ-নদীর সংখ্যা ১ হাজার ৮। তবে এই হিসাব চূড়ান্ত নয়। দেশের বিভিন্ন এলাকার নদীগুলো দখল আর দূষণের শিকার হচ্ছে। এমন কিছু নদীর দখল-দূষণ নিয়ে আজকের ছবির গল্প।