ভৈরব নদে ইলিশ ধরার চেষ্টা

ভৈরব নদে ইলিশ মাছ ধরার চেষ্টায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মৎস্যজীবীরা। ভৈরব নদে সাধারণত ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ছে। ভাগ্য ভালো হলে একটি বা দুটি এক কেজির ইলিশও ধরা পড়তে দেখা যায়। আবার মাঝেমধ্যে খালি হাতেও ফিরতে হয় তাঁদের। খুলনার ৪ নম্বর ঘাট এলাকায় ইলিশ ধরার ছবি নিয়ে আজকের এই ছবির গল্প।

নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন মৎস্যজীবীরা।
নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন মৎস্যজীবীরা।
পানিতে জাল ফেলা হচ্ছে।
পানিতে জাল ফেলা হচ্ছে।
প্রায় এক কিলোমিটার এলাকায় জাল টানেন মৎস্যশিকারিরা।
প্রায় এক কিলোমিটার এলাকায় জাল টানেন মৎস্যশিকারিরা।
জালের সঙ্গে বাঁধা বোতল, অর্থাৎ বয়া নদে ফেলছেন জেলে। জালকে ভাসিয়ে রাখে এই বোতল।
বৃষ্টিতে ভিজে ভিজে মাছ শিকারের চেষ্টা।
নৌকাতেই বিশ্রাম নিচ্ছেন কয়েকজন মৎস্যশিকারি
নৌকা ও জাল নিয়ে মাছ শিকারের অপেক্ষায় একজন।
ধরা পড়েছে ছোট ইলিশ।
জালটানা শেষে অন্য ট্রলারের সহায়তায় তীরে ফিরছে একটি নৌকা।
বিশ্রাম শেষে আবার জাল ফেলতে রওনা দিয়েছেন কয়েকজন জেলে।