দেশি–বিদেশি নানা জাতের পাখির হাট বসে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট এলাকায়। দূরদূরান্ত থেকে খাঁচায় পাখি আসে এই হাটে। ক্রেতা–বিক্রেতায় সরগরম পুরো এলাকা। পাখি ছাড়াও বিভিন্ন জাতের মুরগি, বিড়াল ও খরগোশের দেখে মেলে এই বাজারে। ক্রেতাদের আকৃষ্ট করতে থাকে নানা আয়োজন। ছবিগুলো আজ শুক্রবার সকালে তোলা।