মিরপুরের হাটে হরেক জাতের পাখি

দেশি–বিদেশি নানা জাতের পাখির হাট বসে রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট এলাকায়। দূরদূরান্ত থেকে খাঁচায় পাখি আসে এই হাটে। ক্রেতা–বিক্রেতায় সরগরম পুরো এলাকা। পাখি ছাড়াও বিভিন্ন জাতের মুরগি, বিড়াল ও খরগোশের দেখে মেলে এই বাজারে। ক্রেতাদের আকৃষ্ট করতে থাকে নানা আয়োজন। ছবিগুলো আজ শুক্রবার সকালে তোলা।

কাকাতুয়া পাখির সঙ্গে কথা বলায় মগ্ন এক ক্রেতা।
কবুতর নিয়ে হাটে যাচ্ছেন এক বিক্রেতা।
সড়কের দুই পাশে পাখির খাঁচা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে বিকিকিনিও ভালো।
হাতের আঙুলে পাখি রেখে মোবাইলের ক্যামেরায় ছবি তুলছেন এক নারী।
চলছে দরদাম।
বাড়িতে পোষা ময়না পাখি বিক্রি করতে এসেছে এক ছেলে। সেই পাখির সঙ্গে কথা বলার চেষ্টা করছে ছোট্ট শিশুটি।
বিড়াল বিক্রি করতে হাটে আসছেন দুই বিক্রেতা।
পাখি নিয়ে ভিডিও করায় ব্যস্ত একজন।
ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ম্যাকাও ও গ্রে প্যারোট পাখি হাতে এক বিক্রেতা।
মাটির হাঁড়িতে ডিমসহ দুই পাখি।
বিক্রির জন্য আনা হয়েছে এই বিড়াল।
হাতে কবুতর ধরে তা উঁচিয়ে হাঁটছে এক কিশোর।
বিশেষ জাতের মুরগি সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা।
বেলা বাড়লে পুরো সড়ক ক্রেতা–বিক্রেতায় ভরে ওঠে।