অনন্য সৌন্দর্যের বাইতুল আমান মসজিদ

বরিশালের উজিরপুর হয়ে বানারীপাড়া যাওয়ার পথে সড়কের পাশে দৃষ্টিনন্দন এক মসজিদ। মসজিদটির নাম বাইতুল আমান জামে মসজিদ। নান্দনিক স্থাপত্যের এ মসজিদ দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। সুদৃশ্য ক্যালিগ্রাফি, বর্ণিল কাচ ও মূল্যবান মার্বেল পাথরের নির্মাণশৈলীর অনন্য সৌন্দর্যের মসজিদটি দেখে প্রশান্তি পান দর্শনার্থীরা। স্থানীয়ভাবে গুঠিয়া মসজিদ নামে পরিচিত এ মসজিদের নতুন নাম ‘বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স’।

বরিশালের উজিরপুর উপজেলায় দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদ, যা স্থানীয়ভাবে গুঠিয়া মসজিদ নামে পরিচিত।
বরিশালের উজিরপুর উপজেলায় দৃষ্টিনন্দন বাইতুল আমান জামে মসজিদ, যা স্থানীয়ভাবে গুঠিয়া মসজিদ নামে পরিচিত।
মসজিদের পাশেই রয়েছে শানবাঁধানো ঘাটসহ বড় দিঘি।
রাতে বাইতুল আমান জামে মসজিদের আরেক রূপ।
রাতে মসজিদের অন্য রকম সৌন্দর্য।
মসজিদের ভেতরের অংশ মনোমুগ্ধকর নির্মাণশৈলী।
মসজিদের সামনে রঙিন টাইলস দিয়ে নির্মিত ফোয়ারা।
এখানে জুতা রেখে মসজিদে প্রবেশ করতে হয়।
মসজিদের প্রবেশপথ। দুই পাশে টাইলসের ফাঁকে সবুজ ঘাস অন্য রকম সৌন্দর্য সৃষ্টি করেছে।
সুদৃশ্য দরজা আর ঝাড়বাতি।