খরায় গাছেই নষ্ট আম-লিচু-কাঁঠাল

প্রচণ্ড খরায় আম, লিচু ও কাঁঠালের ক্ষতি হয়েছে। টানা খরার কারণে বোঁটার রস শুকিয়ে যাচ্ছে। এতে ঝরে পড়ছে আমের গুটি। গাছেই লিচুর গুটি শুকিয়ে যাচ্ছে। পুড়ে যাচ্ছে গাছে থাকা কাঁঠাল। বগুড়ার শাজাহানপুর ও কাহালু উপজেলার বিভিন্ন গ্রামের ছবি নিয়ে এই ছবির গল্প।

খরায় গাছেই কাঁঠালের এমন অবস্থা।
খরায় গাছেই কাঁঠালের এমন অবস্থা।
গাছেই নষ্ট হচ্ছে কাঁঠাল।
খরায় ঝরে পড়ছে গুটি আম।
ঝরে পড়া আম বেছে নিচ্ছেন এক নারী।
প্রখর রোদ আর খরায় আমের পাতা শুকিয়ে গেছে। গাছের মুকুল ঝরে গেছে অনেক আগেই।
টানা খরার কারণে ঝরে পড়ছে আমের গুটি। সেচ ও নানা পদ্ধতি অবলম্বন করেও গাছে টেকানো যাচ্ছে না আম।
রোদ আর খরায় শুকিয়ে গেছে লিচুর মুকুল।
খরায় শুকিয়ে গেছে লিচুর গুটি।
গাছে ধরা থোকা থোকা লিচুর গুটি শুকিয়ে ঝরে পড়ছে।
খরায় কাঁঠাল শুকিয়ে ঝরে পড়ছে। গোড়ায় পানি দিয়ে গাছে কাঁঠাল রাখার চেষ্টা।