স্বস্তির বৃষ্টির পর রাজধানীতে জলাবদ্ধতা

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি হলো রাজধানীতে। আজ সকালের এই বৃষ্টি স্বস্তি নিয়ে আসে গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য। তবে বৃষ্টিতে ভোগান্তিতেও পড়তে হয়েছে অনেককে। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে নগরের অনেক সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। বৃষ্টি, জলাবদ্ধতা ও জনদুর্ভোগের চিত্র নিয়ে ছবির গল্প।

বৃষ্টিতে রিকশাচালকের মাথায় ছাতে মেলে ধরে গন্তব্যে যাচ্ছেন এক যাত্রী। বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা
বৃষ্টিতে ভিজে যাত্রী নয়তো ফাঁকা রিকশা নিয়ে ছুটছেন চালক। বৃষ্টিতে ভিজছেন এক সাইকেলচালক। শেওড়াপাড়া, ঢাকা
বৃষ্টিতে ফুটপাতের একটি গাছ উপড়ে সড়কে পড়ে যায়। এতে সেই সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। ধানমন্ডি, ঢাকা
এমনিতেই সড়ক খানাখন্দে ভরা। তার ওপর বৃষ্টির পানি জমায় বেড়েছে ভোগান্তি। টিকাটুলী, ঢাকা
বৃষ্টির পানি সড়কের খানাখন্দে আটকে থাকায় দুর্ভোগে পড়েন চলাচলকারী। টিকাটুলী, ঢাকা
সড়কে জমেছে পানি। সেই পানি মাড়িয়ে বিদ্যালয়ের পথে শিক্ষার্থী ও অভিভাবকেরা। টিকাটুলী, ঢাকা
ভারী বৃষ্টিতে জলাবদ্ধ সড়কে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। কাজীপাড়া, ঢাকা
বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী ও পথচারীরা। কাজীপাড়া, ঢাকা