কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি হলো রাজধানীতে। আজ সকালের এই বৃষ্টি স্বস্তি নিয়ে আসে গরমে অতিষ্ঠ নগরবাসীর জন্য। তবে বৃষ্টিতে ভোগান্তিতেও পড়তে হয়েছে অনেককে। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে নগরের অনেক সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। বৃষ্টি, জলাবদ্ধতা ও জনদুর্ভোগের চিত্র নিয়ে ছবির গল্প।