চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের প্রস্তুতি

পয়লা বৈশাখকে বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে নানা প্রস্তুতি। কাগজ, বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হচ্ছে বিশাল আকারের মাছ, হাতি, কড়াই ও মোরগ। আবার কেউ কেউ মাটির সরা রাঙাতে ব্যস্ত। কেউ কেউ কাগজ কেটে মুখোশ তৈরিতে ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পকর্ম তৈরিতে সময় কাটছে তাঁদের। চট্টগ্রাম নগরের বাদশাহ মিয়া সড়ক এলাকায় বাংলা বর্ষবরণের প্রস্তুতি নিয়ে এবারের ছবির গল্প।

বিভিন্ন ধরনের শিল্পকর্মে রংতুলি দিয়ে নকশা ফুটিয়ে তোলা হচ্ছে।
বিভিন্ন ধরনের শিল্পকর্মে রংতুলি দিয়ে নকশা ফুটিয়ে তোলা হচ্ছে।
শুকাতে দেওয়া মুখোশে দেওয়া হচ্ছে রঙের শেষ প্রলেপ।
কাগজ দিয়ে মুখোশ তৈরির পর ছোট তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে অবয়ব।
মুখোশ পুরোপুরি তৈরি হওয়ার পর সেগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে।
বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে মাছ, হাতি ও পাতিল
কাগজ দিয়ে তৈরি পাখিতে রং করছেন এক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের হাতে তৈরি কয়েকটি মুখোশ
মুঠোফোনে নকশা দেখে সেই অনুযায়ী আঁকা হচ্ছে কিছু মুখোশ।
বিভিন্ন ধরনের রং ছড়িয়ে আছে টেবিলজুড়ে।
পাখি তৈরি করে নিয়ে যাচ্ছেন এক শিক্ষার্থী।
বর্ষবরণের ফেস্টুনে রং দিয়ে চলছে লেখার কাজ।
বাঁশ দিয়ে বিভিন্ন কাঠামো তৈরির কাজ চলছে।