পয়লা বৈশাখকে বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে নানা প্রস্তুতি। কাগজ, বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হচ্ছে বিশাল আকারের মাছ, হাতি, কড়াই ও মোরগ। আবার কেউ কেউ মাটির সরা রাঙাতে ব্যস্ত। কেউ কেউ কাগজ কেটে মুখোশ তৈরিতে ব্যস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পকর্ম তৈরিতে সময় কাটছে তাঁদের। চট্টগ্রাম নগরের বাদশাহ মিয়া সড়ক এলাকায় বাংলা বর্ষবরণের প্রস্তুতি নিয়ে এবারের ছবির গল্প।