চট্টগ্রামে বর্ষবরণ

চট্টগ্রাম নগরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়। শোভাযাত্রা, নাচ, গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। চট্টগ্রামের ডিসি হিল, সিআরবি শিরীষতলা ও চটেশ্বরী কালীবাড়ি এলাকা থেকে ছবিগুলো তোলা।

বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ফুল দিয়ে সাজতে গিয়ে হাসিতে মেতেছেন দুই তরুণী। ডিসি হিল এলাকায়।
বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ফুল দিয়ে সাজতে গিয়ে হাসিতে মেতেছেন দুই তরুণী। ডিসি হিল এলাকায়।
বর্ষবরণ অনুষ্ঠানে আসা তরুণ-তরুণীরা মুখে আলপনা এঁকে নিচ্ছেন। সিআরবি শিরীষতলায়।
অনুষ্ঠানে এসে খোঁপায় ফুল গুঁজে নিচ্ছেন তাঁরা। সিআরবি শিরীষতলায়।
শোভাযাত্রায় নানা সাজে অংশ নেয় উৎসবমুখর মানুষ। শিল্পকলা একাডেমির সামনে।
বাদ্যবাজনা বাজিয়ে এগিয়ে চলছে শোভাযাত্রা। শিল্পকলা একাডেমির সামনে।
নববর্ষ উদ্‌যাপন পরিষদে আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। সিআরবি শিরীষতলায়।
ডিসি হিলের মঞ্চে নাচের জন্য তৈরি খুদে নৃত্যশিল্পীরা। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে।
শিশু নৃত্যশিল্পীদের পরিবেশনা। সিআরবি শিরীষতলায়।
ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।
সমবেত সংগীত পরিবেশনায় শিশুশিল্পীরা। সিআরবি শিরীষতলায়।
ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশনা।
মাথায় ফুল দিয়ে আর মুখে শুভ নববর্ষ লিখে ডিসি হিলের অনুষ্ঠানে যোগ দিয়েছে অনেকেই।
বাংলা নববর্ষ ১৪৩০-কে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা বের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। চটেশ্বরী কালীবাড়ি এলাকায়।
চারুকলার মঙ্গল শোভাযাত্রায় কোলে শিশু নিয়ে যোগ দিয়েছেন এক অভিভাবক। চটেশ্বরী কালীবাড়ি এলাকায়।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। চেরাগি পাহাড় মোড় এলাকা।