হজ শেষে ফিরতে শুরু করেছেন হাজিরা

চলতি বছর হজের ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–২ এর ফটকে হাজিদের স্বাগত জানান স্বজনেরা। এ সময় সেখানে আবেগঘন মুহূর্তের অবতারণা হয়। আজ শুক্রবার বিকেলে ছবিগুলো তোলা।

টার্মিনাল-২–এর ফটক দিয়ে লাগেজসহ বের হচ্ছেন হাজিরা।
টার্মিনাল-২–এর ফটক দিয়ে লাগেজসহ বের হচ্ছেন হাজিরা।
সারিবদ্ধভাবে বিমানবন্দর থেকে বের হচ্ছেন হাজিরা।
বিমানবন্দর থেকে বের হয়ে স্বজনকে জড়িয়ে ধরেন এক হাজি।
প্রিয়জনকে লাগেজ নিয়ে বের হতে দেখে তাঁর কাছে ছুটে যান স্বজনেরা।
হজ থেকে ফিরে দুই সন্তানকে কোলে নিয়ে আদর করছেন বাবা।
হজ করে দেশে ফিরে নাতনিদের জড়িয়ে ধরে আদর করেন নাজমা আহমেদ। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
হজ থেকে ফিরে স্বজনের সঙ্গে কুশল বিনিময়।
মা হাজেরা বেগমকে জড়িয়ে ধরেছেন ছেলে জাফর সরকার। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা হাসেম সরকার।
দেশে ফিরে বিমানবন্দরে স্বজনের সঙ্গে কোলাকুলি করছেন এই হাজি।
লাগেজ নিয়ে এবার গাড়িতে ওঠার অপেক্ষায় হাজিরা।