অবরোধে খাতুনগঞ্জ বাজার ফাঁকা

বিএনপির ডাকা অবরোধ–হরতালে শহরের ভেতর যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও চলছে না দূরপাল্লার কোনো যান। এর প্রভাব পড়েছে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে। অন্য জেলা থেকে পণ্যবাহী গাড়ি তেমন আসছে না। তাই নেই পণ্য ওঠানো–নামানোর সেই ব্যস্ততা। অলস সময় পার করছেন ব্যবসায়ী ও দিনমজুরেরা। দিনে যেখানে আট শ থেকে এক হাজার টাকা আয় হতো, সেখানে দিনমজুরেরা এখন কোনোমতে ২০০ টাকা আয় করতে পারেন।

কাজ না থাকায় দোকানে মাদুর পেতে ঘুমাচ্ছেন দুই দিনমজুর
কাজ না থাকায় ঘুমিয়ে সময় কাটছে শ্রমিকদের
যদি কোনো গাড়ি আসে। সেই অপেক্ষায় বসে আছেন দিনমজুরেরা
অলস বসে আছেন ব্যবসায়ীরা
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে মরিচ। কিন্তু ক্রেতা নেই
অলস সময় বসে মোবাইল দেখছেন একজন ব্যবসায়ী
স্বাভাবিক সময়ে যানজট লেগে থাকত। কিন্তু এখন ফাঁকা সড়কটি
বিক্রির জন্য হলুদ নিয়ে অলস বসে আছেন এক ব্যবসায়ী
বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন তিনি
কাজ নেই, তাই মোবাইলে সময় কাটছে তাঁদের
কাজ নেই, তাই টিভি দেখছেন কয়েকজন মজুর
গাড়ি থেকে বস্তা ওঠানো–নামানোর জন্য ব্যবহার করা হয় হুক। এখন এটিও অলস ঝুলছে