আজকের অবরোধ চিত্র

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দুই দিনের অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। অবরোধের মধ্যে দূরপাল্লার বাস চলাচল কমেছে। কমলাপুর রেলস্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। দেশের বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা। অবরোধ কর্মসূচি ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং এই কর্মসূচির প্রভাব নিয়ে ছবির গল্প।

অবরোধের সমর্থনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা
ছবি : শুভ্র কান্তি দাশ
হরতাল-অবরোধের কারণে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। কমলাপুর রেলস্টেশন
ঢাকার বিজয়নগর এলাকায় আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
অবরোধের মধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের চিত্র
দুই দিনের অবরোধ শেষ হচ্ছে আজ। সে কারণে ঢাকার বাইরে বিভিন্ন গন্তব্যে যেতে মহাখালী বাস টার্মিনালে ভিড় করেন অনেকে
নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে শোভাযাত্রা ও কালো পতাকা মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ
অবরোধে দূরপাল্লার যানবাহন কম থাকায় নির্দিষ্ট গন্তব্যের গাড়ির জন্য দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। অপেক্ষার পর গাড়ি পেলেও দর–কষাকষি করে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ
অবরোধের সমর্থনে খুলনা মহানগর ও জেলা বিএনপি ঝটিকা মিছিল করে
বগুড়ায় দ্বিতীয় বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন অবরোধ সমর্থকেরা
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে বগুড়া-ঢাকা মহাসড়কে তুলনামূলক কম বাস চলছে
অবরোধে দিনমজুরদের কাজ কমে গেছে। তবু কাজের আশায় অপেক্ষা করছেন দিনমজুরেরা
বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে সিলেট থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বেড়েছে
হরতাল ও অবরোধের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। আজ বৃস্পতিবার ঢাকার নিউমার্কেট এলাকায়