ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে তীরে আটকা পড়েছে লাইটার জাহাজ

ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট বাতাস ও বড় বড় ঢেউয়ে বঙ্গোপসাগরে থাকা কিছু লাইটার জাহাজ তীরে চলে এসেছে। এতে বেশির ভাগ জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে। আবার এসব জাহাজ সাগরে নিয়ে যাওয়ার জন্য মেরামত করা হচ্ছে। বেশির ভাগ জাহাজের পাখা নষ্ট হয়ে গেছে। সম্প্রতি চট্টগ্রাম নগরের আকমল আলী ঘাট এলাকা থেকে ছবিগুলো তোলা।

মিধিলির প্রভাবে তীরে চলে আসে বেশ কিছু জাহাজ।
জাহাজে রং করছেন এক শ্রমিক।
বালুতে আটকে আছে একটি জাহাজ।
জাহাজের পেছনের অংশের ছাদে গাছ লাগানো হয়েছে।
তীরে আসা জাহাজের নোঙর ওপরে তুলে রাখা হয়েছে।
জাহাজের তলায় ছোট ছোট শামুক লেগে আছে।
ঢেউয়ের তোড়ে তীরে চলে আসায় জাহাজের নোঙরগুলো কোনো কাজে আসছে না।
জাহাজের প্রপেলার বাঁকা হয়ে গেছে।