বন্যায় যমুনাপাড়ের মানুষের দুর্ভোগ

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে আশপাশের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রায় এক সপ্তাহ ধরে ঘরবাড়ি পানিতে সয়লাব। ঘরে থাকার মতো অবস্থা নেই। দিন-রাতে বেশির ভাগ সময় নৌকায় থাকতে হচ্ছে। শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে স্থানীয় লোকজন।

প্রায় এক সপ্তাহ ধরে হিলানি আকতারের বসতঘরে পানি।
নদীর পাড়ে বসবাস করা মানুষ এখন বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকটে।
পানিতে তলিয়ে গেছে চারপাশ। তাই গৃহপালিত ছাগল নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন আবেদা বেগম ও ছেলে আপেল হোসেন।
নৌকায় করে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
বন্যার পানিতে তলিয়ে গেছে বসতঘর।
পানিতে ডুবে আছে ঘুঘুমারী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কড়ইতলা রৌহদহ বাঁধ চুইয়ে পানি পড়ছে। সেখানে বালুর বস্তা ফেলে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন।
দর্শনীয় স্থানে মানুষের বসার স্থানটি পানিতে তলিয়ে গেছে। সেখানে দুরন্তপনায় মেতেছে শিশুরা।
যমুনা নদীর পানি জলকপাট উপচে বাঙ্গালী নদীতে পড়ছে। সেখানে মাছ শিকারে ব্যস্ত এলাকার মানুষ।