সিলেট ও বরিশাল থেকে বড় বড় নৌকায় করে বালু আনা হয় কুমিল্লার দাউদকান্দির নতুন ফেরিঘাটে। নৌকাগুলো থেকে বালু ট্রাকে তোলেন নারী ও পুরুষ শ্রমিকেরা। এরপর এসব বালু নিয়ে যাওয়া হয় কুমিল্লা ও চট্টগ্রামে। গত শনিবার দাউদকান্দির নতুন ফেরিঘাট থেকে তোলা ছবি নিয়ে গল্প।
নৌকা থেকে বালু বয়ে নিয়ে যান শ্রমিকেরা। নদীতে তাঁদের প্রতিবিম্ব। নৌকা থেকে ট্রাকে নেওয়া হচ্ছে বালু। এক টুকরি বালু বয়ে নিলে একটি কয়েন দেওয়া হয় শ্রমিকদের। প্রতি টুকরি বালু বহনের জন্য দুই টাকা করে পান শ্রমিকেরা। টুকরিতে ভরা হচ্ছে বালু। বালু মাথায় নৌকার সিঁড়িতে শ্রমিকেরা। বালুমাখা শ্রমিকের পা। ঘাটে নৌকা ভর্তি করে বালু আনা হয়েছে। নৌকা থেকে ট্রাকে ফেলা হচ্ছে বালু। বালু ট্রাকে তোলার পর পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।