সিলেট ও বরিশাল থেকে বড় বড় নৌকায় করে বালু আনা হয় কুমিল্লার দাউদকান্দির নতুন ফেরিঘাটে। নৌকাগুলো থেকে বালু ট্রাকে তোলেন নারী ও পুরুষ শ্রমিকেরা। এরপর এসব বালু নিয়ে যাওয়া হয় কুমিল্লা ও চট্টগ্রামে। গত শনিবার দাউদকান্দির নতুন ফেরিঘাট থেকে তোলা ছবি নিয়ে গল্প।