যমুনার চরে মহিষের বাথান

যমুনার চরাঞ্চলের পাশাপাশি দুটি গ্রাম দীঘাপাড়া ও নয়াপাড়া। পাশেই বিশাল এলাকাজুড়ে মরিচ, ভুট্টা, পেঁয়াজ, মিষ্টিকুমড়া, মাষকলাই, ধনে ও ডালের খেত। এর কাছাকাছি বালুচর। সেখানে বেশ কিছুদিন ধরে অর্ধশতাধিক মহিষ নিয়ে বাথান গড়ে উঠেছে।

নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে মহিষের পাল।
নদীর তীরে ঘুরে বেড়াচ্ছে মহিষের পাল।
মহিষ ছেড়ে দিয়ে নদীর তীরে বসে আছেন দুজন।
কাদাপানিতে গড়াগড়ি করছে একটি মহিষ।
চলছে কাদাপানিতে গড়াগড়ি।
নতুন কাউকে দেখলেই ভয়ার্ত চোখে তাকায় মহিষের পাল।
ঘাটে বেঁধে রাখা হয়েছে নৌকা। পাশেই এক পাল মহিষ নদীতে গোসল করছে।
নদীর পানিতে গা ভাসিয়েছে এক পাল মহিষ।
মহিষ চরাতে নিয়ে যাচ্ছেন এক রাখাল।