স্মার্ট স্কুলবাস

চট্টগ্রাম নগরের সড়কে চালু হলো ‘স্মার্ট স্কুলবাস’। নানা ধরনের প্রযুক্তিসেবা নিশ্চিত করে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠ থেকে আনুষ্ঠানিক যাত্রা করে একটি ‘স্মার্ট স্কুলবাস’। এ সময় বাসে চট্টগ্রাম নগরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ শিক্ষার্থী ছিল। তারা প্রত্যেকে স্মার্ট কার্ড চেপে বাসে ওঠে। ‘স্মার্ট স্কুলবাস’ নিয়ে আজকের ছবির গল্প।

লাল রঙের ‘স্মার্ট স্কুলবাস’।
‘স্মার্ট স্কুলবাস’-এর চালক ও তাঁর সহকারী।
‘স্মার্ট স্কুলবাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
কার্ড দিয়ে ‘স্মার্ট স্কুলবাস’-এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।
স্মার্ট স্কুলবাসে থাকা স্টিকার দেখছে এক ফুল বিক্রেতা শিশু।
বাসে বসে স্মার্ট কার্ড দেখাচ্ছে স্কুলছাত্রীরা।
স্মার্ট কার্ড দেখিয়ে উল্লাস স্কুলশিক্ষার্থীদের।
স্মার্ট কার্ড পাঞ্চ করছে এক ছাত্রী।