ভোটারের দ্বারে প্রার্থীরা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন। নগর-শহর থেকে পাড়া-মহল্লার রাস্তা ও দেয়ালে ঝুলছে পোস্টার। ব্যানারের সঙ্গে দেখা যাচ্ছে বড় বড় ফেস্টুন। কোথাও কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তৈরি করা হয়েছে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ও।

সিলেট নগরের আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
মাইক্রোবাসে পোস্টার-ব্যানার সাঁটিয়ে ভোটের প্রচার করছেন বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকেরা। শিবগঞ্জ হাট এলাকায়
অটোরিকশার ওপর মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার কর্মী-সমর্থকেরা
অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের ফটকে নৌকা বসিয়েছেন রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাইনুল হোসেন খান সড়ক ও ফুটপাত দখল করে নির্বাচনী কার্যালয় বানিয়েছেন। গাবতলী বেড়িবাঁধ এলাকায়
রাজধানীর রূপনগর এলাকায় পাশাপাশি নৌকার প্রার্থীর দুটি প্রচার ক্যাম্প
বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ
বরিশাল নগরে গণসংযোগ করেন বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক
বরিশালের বান্দ রোডে নির্বাচনী প্রচারে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন
নির্বাচনী প্রচারে ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। ফরিদপুরের নীলটুলী এলাকায়
রশিতে পোস্টার বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে সড়কের ওপর। বগুড়ার শিবগঞ্জে
মোটরসাইকেল ও পিকআপে করে নির্বাচনী প্রচারে ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিমের কর্মী-সমর্থকেরা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাত আটকে নৌকার প্রচার ক্যাম্প বানানো হয়েছে
রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নির্বাচনী গণসংযোগ করেন গোদাগাড়ীর গোগ্রাম এলাকায়