আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন। নগর-শহর থেকে পাড়া-মহল্লার রাস্তা ও দেয়ালে ঝুলছে পোস্টার। ব্যানারের সঙ্গে দেখা যাচ্ছে বড় বড় ফেস্টুন। কোথাও কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তৈরি করা হয়েছে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ও।