অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার অর্ধেকের বেশি গ্রামে পানি জমেছে। পানিনিষ্কাশনের জন্য তৈরি করা জলকপাটগুলো (স্লুইসগেট) নষ্ট থাকায় পানি সরতে পারছে না। এতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন এসব অঞ্চলের মানুষ। তাঁদের ভোগান্তির চিত্র নিয়ে এ ছবির গল্প।