নির্বাচন–পরবর্তী সহিংসতা

পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ থামছেই না। নির্বাচন–পরবর্তী সহিংসতায় একের পর এক ঘটছে মারধর, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও খুনের মতো ঘটনা। উপজেলার রানীনগর ইউনিয়নের গ্রামগুলোয় আতঙ্কও কাটছে না। মামলার ভয়ে পুরুষশূন্য গ্রামগুলো। পাল্টাপাল্টি মামলা হামলার অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধেই। সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে রাজনৈতিক সহিংসতার চিত্র নিয়ে এই ছবির গল্প।

গ্রামজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন।
গ্রামজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন।
বহিরাগত কাউকে গ্রামে দেখলে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
মামলা হামলার ভয়ে বন্ধ রয়েছে এলাকার সব দোকান পাট।
হামলা ও লুট থেকে বাদ যায়নি ওষুধের দোকান।
সন্ত্রাসী ঘটনার বন্ধ এলাকার উচ্চবিদ্যালয়।
বাড়িতে সবকিছুর সঙ্গে পুড়েছে সংরক্ষণ করে রাখা পেঁয়াজ।
পুড়ে যাওয়া গম পড়ে আছে। সেখান থেকে জন্মেছে গাছ।
ফ্রিজ, টিভি ভাঙচুর, বাড়ির আসবাব সব তছনছ হয়ে গেছে।