পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ থামছেই না। নির্বাচন–পরবর্তী সহিংসতায় একের পর এক ঘটছে মারধর, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও খুনের মতো ঘটনা। উপজেলার রানীনগর ইউনিয়নের গ্রামগুলোয় আতঙ্কও কাটছে না। মামলার ভয়ে পুরুষশূন্য গ্রামগুলো। পাল্টাপাল্টি মামলা হামলার অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধেই। সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে রাজনৈতিক সহিংসতার চিত্র নিয়ে এই ছবির গল্প।