সন্ধ্যা নামতেই কুয়াশায় মুখ ঢাকছে পাহাড়ের আঁকাবাঁকা সড়ক আর প্রকৃতি। রাতভর ঝরছে টুপটাপ কুয়াশার স্নিগ্ধ জলরাশি। শীতের এই সময়ে প্রকৃতি সেজেছে নতুন সাজে। রাত ও ভোরে ঘন কুয়াশার চাদরে পাহাড় সাজছে নতুন সাজে। আর প্রকৃতির এমন সৌন্দর্যে বিমোহিত প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। শীতকালে এই সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ। বিশেষ করে শীতের সকালে পাহাড়ের পথে হাঁটা আর কুয়াশা স্পর্শ করা খুবই রোমাঞ্চকর। সম্প্রতি বান্দরবানের চিম্বুক এলাকা থেকে তোলা।