গোপালগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আজ রোববার গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানে যোগ দেয় শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল পর্ব। এরপর ছিল নানা আয়োজন। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এ উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানে ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।
ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীদের একাংশ।
অনুষ্ঠানস্থলে কৃতী শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরা।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেরা শিক্ষকদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।