অবরোধহীন ঢাকায় কর্মমুখরতা

পাঁচ কর্মদিবসে বিএনপির অবরোধের পর আজ মঙ্গলবার এ ধরনের রাজনৈতিক কর্মসূচিমুক্ত দিন পেয়েছে ঢাকাবাসী। সে কারণে আজ সকাল থেকেই ঢাকা শহর ছিল কর্মমুখর। বাজার, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান—সব জায়গায় ছিল কর্মচঞ্চল মানুষের ব্যস্ততা। নগরজীবনে যেন ফিরে আসে স্বস্তির নিশ্বাস। আজ ঢাকার বিভিন্ন এলাকায় ছবিগুলো তোলা।

কাঁচাবাজারে সকালেই ক্রেতারা আসতে শুরু করেন। পলাশী, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
প্রায় এক সপ্তাহ পর বিদ্যালয়ে এসে বন্ধুদের পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। লক্ষ্মীবাজার, ঢাকা
উত্তরা থেকে মেট্রোরেল এসে পৌঁছেছে মতিঝিলে। মেশিনে কার্ড স্ক্যান করে নেমে আসছেন যাত্রীরা
মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেলে ওঠার জন্য টিকিট কিনছেন যাত্রীরা। মতিঝিল, ঢাকা
স্কুল ছুটির পর অভিভাবকেরা সন্তানদের নিয়ে যাচ্ছেন। লক্ষ্মীবাজার, ঢাকা
ফুটপাতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বাড়ে বিকেলে। গুলিস্তান, ঢাকা