শরতের স্নিগ্ধ বিকেল

শরতের নীলাকাশে দিনভর ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। রোদের ঔজ্জ্বল্যের তারতম্যে ক্ষণে ক্ষণে মেঘের রং বদলায়। পড়ন্ত বিকেলে ছড়ায় অপরূপ শোভা। ছবিগুলো সম্প্রতি সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

পড়ন্ত বিকেলে রঙিন সাজে আকাশ। পানিতে প্রতিফলিত সেই মনোহরা রং। সদরের চেঙ্গেরখাল এলাকায়।
সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। নৌকায় করে চলছে মাছ শিকার। সদরের চেঙ্গেরখালে।
সন্ধ্যা নামার আগমুহূর্তে নদের ঘাটে নৌকায় বসে আছে কয়েক শিশু-কিশোর। সদরের বাইয়ারন্দি এলাকায়।
শরতের শোভা ছড়ানো সন্ধ্যার আকাশ। সদরের বাইয়ারন্দি এলাকায়।
ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। সদরের নীলগাঁও এলাকায়।
মেঘে ঢাকা শরতের আকাশে উড়ছে পাখির ঝাঁক। সদরের চামাউড়াকান্দি এলাকায়।
সাদা মেঘে পড়েছে সূর্যের আলো। উড়ছে চিল। সদরের বাইশটিলা এলাকায়।
শরতের আকাশে মেঘের ভেলা। নিচে নদে চলছে নৌকা। গোয়াইনঘাটের সালুটিকর সিঙ্গাইর নদে।
আকাশ যেন মেঘের রাজ্য। সেই আকাশে উড়ছে পাখি। গোয়াইনঘাট ‍উপজেলার সালুটিকর এলাকায়।
পাহাড়ের ওপরে শেষ বিকেলের সূর্যের আলো। কোম্পানীগঞ্জের বুড়দেও এলাকায়।
কোথাও রোদ, কোথাও ছায়া—শরতের আকাশে ছড়িয়েছে স্নিগ্ধতা। কোম্পানীগঞ্জের বুড়দেও এলাকায়।
শরতের বিকেলে নৌকাভ্রমণ। কোম্পানীগঞ্জের বুড়দেও হাওরে।
শেষ বিকেলে মাছ শিকারে বক। কোম্পানীগঞ্জের বুড়দেও হাওরে।
প্রকৃতি রাঙিয়ে বিদায় নিচ্ছে সূর্য। সিলেট সদরের শিমুলকান্দি এলাকায়।