২০ বছরের পুরোনো বাগানের গাছ থেকে পাড়া হচ্ছে পাতরি (গুটি) আম। বাগানটিতে বিভিন্ন জাতের ১৩০টি আমগাছ আছে। ফজলি, ক্ষীরশাপাতি, লক্ষ্মণভোগ, আরাজাম ইত্যাদি। রাজশাহী অঞ্চলের গোপালভোগ আম আজ পাড়া শুরু হয়েছে। অন্যান্য আমের মধ্যে ক্ষীরশাপাতি ৩০ মে, ল্যাংড়া ১০ জুন, ফজলি ও আম্রপালি ১৫ জুন, বারি-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, ইলামতি আম পাড়া হবে ২০ আগস্ট। রাজশাহীর বাঘা উপজেলার লিচিংপুর এলাকায়।
বাগানের গাছে ঝুলছে গুটি আম।এখনো পরিপক্ব হয়নি আমগুলো।আম পাড়তে যাচ্ছে কয়েকজন শ্রমিক।আম মাটিতে পড়ে থেঁতলে যেতে পারে। তাই আম হারভেস্টার (নেটের জালের মতো) দিয়ে আম পাড়া হয়। স্থানীয়ভাবে এটিকে লোগা বলা হয়।গাছ থেকে আম সংগ্রহ করে আনা হচ্ছে।আম পেড়ে বিক্রির জন্য ক্যারেট করা হচ্ছে।আম পাড়ার ফাঁকে কলাপাতায় খাবার খাচ্ছেন শ্রমিকেরা।ভ্যান থেকে পিকআপে ওঠানো হচ্ছে আমের ক্যারেট। এখান থেকে চলে যাবে দেশের বিভিন্ন এলাকায়।