ছবিতে সচিবালয়ের আগুন

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে গতকাল বুধবার দিবাগত রাতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায়ও জ্বলছিল আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ঘটনাস্থলে রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পায়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায়ও জ্বলছিল আগুন
ছবি: মোশতাক আহমেদ
সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনের পূর্ব পাশ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। তবে মাঝের অংশে জ্বলছিল আগুন
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট
ঘটনাস্থলে ছিলেন পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও
আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের একজন কর্মীকে চাপা দেয় একটি ট্রাক
আগুন লাগার পর সচিবালয় এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে
আগুন ছড়িয়ে পড়ে ৭ নম্বর ভবনের কয়েকটি অংশে