রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে গতকাল বুধবার দিবাগত রাতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায়ও জ্বলছিল আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ঘটনাস্থলে রয়েছেন সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।