ঢাকায় জেঁকে বসছে শীত

পৌষের প্রথম সপ্তাহ শেষে এসে রাজধানীতে জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরবেলায় বের হওয়া মানুষেরা গরম কাপড়ে জড়িয়ে জবুথবু হয়ে চলাচল করছেন। ছিন্নমূল মানুষেরা আছেন কষ্টে। রাস্তায় শুয়ে কোনোরকম কাপড়ে গা মুড়িয়ে শীত উপশম করছেন তাঁরা। রোববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত ছবিগুলো ঢাকার বিভিন্ন এলাকায় তোলা।

কুয়াশামাখা ভোরে জবুথবু হয়ে পথচলা
কুয়াশামাখা ভোরে জবুথবু হয়ে পথচলা
শীতের মধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রাতর্ভ্রমণে বের হওয়া লোকজন
শিশুকে গরম কাপড়ে জড়িয়ে মোটরসাইকেলে নিজেদের মাঝে বসিয়েছেন অভিভাবকেরা
কুয়াশায় আবছা হয়ে পড়েছে জাতীয় সংসদ ভবন এলাকা
পানি বিক্রেতা মহসিন নিজের কম্বল পোষা কুকুর জিমির গায়েও তুলে দিচ্ছেন
রিকশাচালকেরা তখনো গা মুড়িয়ে ঘুমাচ্ছেন
কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা মিললে সড়কে পড়ে আলোর ছটা
পুরো এলাকায় আলোর পুরো এলাকায় আলোর ছটা। যেন শিল্পীর কারুকাজ