বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি

ফেনী জেলায় ২০ আগস্ট থেকে বন্যা দেখা দেয়। ভারতের ত্রিপুরা ও বাংলাদেশে অত্যধিক বৃষ্টির কারণে উজানের ঢলে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফেনী জেলার অধিকাংশ এলাকা বন্যায় তলিয়ে যায়। বন্যায় জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। পাশাপাশি নষ্ট হয়েছে আউশ ধানও। এ ছাড়া ফলবাগান, আদা, হলুদ ও আখখেত তলিয়ে যায় পানিতে। এখনো দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে পানি রয়েছে। তবে যেখানে পানি নেমে গেছে, সেখানে আবার ফসল রোপণ করতে দেখা গেছে কৃষকদের। ছবিগুলো ফেনীর বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি তোলা।

পানিতে পচে গেছে ধানের চারা
পানিতে পচে গেছে ধানের চারা
রোপণ করতে ধানের চারা এনেছেন এক কৃষক
নতুন করে চারা রোপণ করছেন কৃষকেরা
সামনের জমির ফসল নষ্ট হয়েছে। তাই পেছনের জমিতে চারা রোপণ করছেন কৃষকেরা
জমিতে জমে থাকা পানিতে হেঁটে যাচ্ছে এক শিশু
পানিতে ডুবে আছে খেত
বন্যার পানিতে ভিজে গেছে বীজধান, তা দেখাচ্ছেন কৃষকেরা
পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস। সেখানে ভিজে যাওয়া নানা জিনিস শুকাতে দেওয়া হয়েছে রোদে