সিলেটের গোলাপগঞ্জে পতিত টিলায় আনারসের আবাদ করে সুফল পাচ্ছেন বাগানমালিকেরা। আনারস ছাড়াও মাল্টা, কফি, কাজুবাদামের আবাদ হচ্ছে। পাশাপাশি গড়ে উঠছে কৃষিপর্যটন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগ চৌধুরীপাড়া গ্রামের আলভীনা গার্ডেন এবং দত্তরাইল গ্রামের পাহাড়-টিলায় চাষ করা হয়েছে আনারস, কমলা, লেবু ও মাল্টার। একসময় অনাবাদি থাকা এসব পাহাড়-টিলা ঘিরে কৃষিপর্যটন গড়ে উঠেছে। দুই বছর ধরে পতিত পাহাড়-টিলায় আনারসের চাষ হচ্ছে। আনারস বিক্রি করেই চাষিরা বছরে কোটি টাকা আয় করছেন। সারি সারি উঁচু-নিচু পাহাড়-টিলার ভাঁজে ভাঁজে এমন ফলবাগান দেখতে টিকিট কেটে মানুষজন ঘুরতে আসছেন। সিলেটে যুক্ত পর্যটনের নতুন সম্ভাবনা ‘কৃষিপর্যটন’। সম্প্রতি তোলা ছবি।