চট্টগ্রামে চিড়িয়াখানায় উপচেপড়া ভিড়

প্রচণ্ড গরমের মধ্যেই ঈদের তৃতীয় দিনও চট্টগ্রামের পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় করেছেন মানুষ। একসময় চিড়িয়াখানায় তেমন কোনো বৈচিত্র্য না থাকলেও, এখন আর সে পরিস্থিতি নেই। নানা ধরনের প্রাণী নিয়ে আসা হয়েছে। আছে বিভিন্ন প্রজাতির পশুপাখি। বড় আকর্ষণ বাঘ আর জলহস্তী। স্বাভাবিক সময়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের ভিড় লেগে থাকে চিড়িয়াখানায়। এখন ঈদের ছুটিতে তা কয়েকগুণ বেড়েছে। বিশেষ করে পরিবারের শিশু-কিশোরদের নিয়ে এসেছেন বড়রা। বিভিন্ন প্রজাতির দেশ-বিদেশ থেকে আনা পশুপাখি ও প্রাণী দেখে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটায় শিশুরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় চিড়িয়াখানার লোকজনকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে অনেক শিশু।

চিড়িয়াখানায় ঢুকতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ।
ঢোকার সময় চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান অনেকে।
লাইন দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন দর্শনার্থীরা।
বাঘের খাঁচার সামনে বেশি ভিড় করেন দর্শনার্থীরা।
নতুন আসা জলহস্তী দেখতে ভিড় করেন নানা বয়সের লোকজন।
জিরাফের খাঁচার সামনে দর্শনার্থীরা
ম্যাকাও পাখির ছবি তুলছেন একজন।
ওপর থেকে চিড়িয়াখানার দৃশ্য দেখতে দল বেঁধে পাহাড়ে উঠছেন দর্শনার্থীরা।
চিড়িয়াখানার সবখানে ছিল উপচেপড়া ভিড়।
দেয়ালে থাকা পশুপাখির প্রতিকৃতির সঙ্গে ছবি তুলছেন কয়েকজন।
ভিড়ের কারণে দেখতে কষ্ট হচ্ছে। তাই শিশুদের এভাবে উঁচু করে ধরেন অভিভাবকেরা
চুপচাপ বসে আছে বাঘটি ।