আগারগাঁওয়ের ফুলের বাজার

ঢাকার পাইকারি ফুলবাজারে ভোরবেলায় বিভিন্ন দেশি-বিদেশি ফুল বেচাকেনার ধুম পড়ে। যশোর, চুয়াডাঙ্গা, সাভার, মানিকগঞ্জ থেকে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, পদ্ম, দোলনচাপা ফুল আসে এ বাজারে। ঢাকার আশপাশের ফুল বিক্রেতারা বেচাকেনায় ব্যস্ত। ছবিগুলো আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর আগারগাঁওয়ে।

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে পিকআপ ভ্যানে করে ছোট জাতের গোলাপ ফুল নিয়ে এসেছেন খামারি।
মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে পিকআপ ভ্যানে করে ছোট জাতের গোলাপ ফুল নিয়ে এসেছেন খামারি।
ফুটপাতের ওপর আঁটি বেঁধে সাজানো হচ্ছে গোলাপ ফুল।
পদ্মফুলের দামও কম নয়। ১০০ ফুল বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকায়।
গোলাপ ফুল কিনছেন এক নারী।
ফুলের দোকানে গোলাপের তোড়া থেকে কাঁটা ছেটে ফেলছেন এক দোকানি।
বিদেশ থেকে আসা গোলাপ রাখা হয়েছে বিক্রির জন্য। দামও তুলনামূলকভাবে বেশি।
বিভিন্ন জাতের ফুল কিনে নিয়ে যাচ্ছেন এক খুচরা বিক্রেতা।
ছোট জাতের এসব হলুদ রঙা ফুলের ২৫টির আঁটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়।
ফুল কিনে কাউকে মুঠোফোনে জানাচ্ছেন একজন।
ফুল কিনে তা মোটরসাইকেলে স্তূপ করছেন এক ব্যক্তি।
ঢাকার আশপাশে নেওয়ার জন্য ফুল কিনে তা অটোরিকশায় রাখছেন এক চালক।
রিকশা ভর্তি করে ফুল কিনে তা নিয়ে যাচ্ছেন এক চালক।