শিলাবৃষ্টিতে বগুড়ার শেরপুরে বোরো ধান, সবজিখেতসহ নানা ফসলের ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যমতে, মোট ২ হাজার ৫৮০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার মধ্যে সবজি চাষে ক্ষতি হয়েছে ৪৫০ জন কৃষকের। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে ১১০ হেক্টর জমির বোরো ধান এবং ৩২০ হেক্টর জমির ধান আংশিক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে সবজি চাষে ক্ষতি হয়েছে ৩০ হেক্টর জমিতে। গত শনিবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ও কুসুম্বি ইউনিয়নে শিলাবৃষ্টিতে এই ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার উপজেলার কুসুম্বি ও গাড়িদহ ইউনিয়নের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চন্ডেশ্বর, হাটগাড়ি, মাগুড়গাড়ি, হাপুনিয়া ও মোমিনপুর গ্রামে সরেজমিন দেখা যায় এসব ক্ষয়ক্ষতির চিত্র।