গোমতী নদীর বাঁধ ভেঙে আশপাশের গ্রাম প্লাবিত

কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে উপজেলার বহু গ্রাম তলিয়ে গেছে। উদ্ধারকাজে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। ছবিতে আজ শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে মানুষের দুর্ভোগ আর উদ্ধার তৎপরতা।

বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে পানি প্রচণ্ড বেগে লোকালয়ে ঢুকছে।
গলাসমান পানি ভেঙে নিরাপদ স্থানের উদ্দেশ্যে যাচ্ছে এক কিশোর।
স্পিড বোটে করে উদ্ধারকাজে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
ফায়ার সার্ভিসের গাড়িতে করে বন্যাকবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
ত্রাণ নিয়ে বন্যাকবলিত এলাকায় যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
তলিয়ে গেছে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার প্রধান সড়ক।
ট্রাক্টরে করে ত্রাণ নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বন্যায় তলিয়ে যাওয়ায় বাড়িঘর ছেড়ে বহু মানুষ আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি মসজিদে।
স্বেচ্ছাসেবী কর্মীরা রশি নিয়ে উদ্ধারকাজে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের এক কর্মী বন্যাকবলিত মানুষকে উদ্ধারে গাড়িতে উঠাচ্ছেন।