কোনোটি মোড়ানো লাল কাপড়ে, কোনোটি সবুজ, নীলে। চ্যাপটা, মোটা—নানা আকারের এসব খাতাকে ব্যবসায়ীরা ডাকেন নানা নামে। হালখাতা, সালুখাতা, লালখাতা। যে নামেই ডাকুক, এসব খাতায় লেখা হয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিদিনকার জমা-খরচের হিসাব। আর তার সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা, বক্সিরবিট, টেরিবাজার এসব খাতা বেচাকেনার পরিচিত জায়গা। আন্দরকিল্লা থেকে লালদীঘি সড়ক ধরে নেমে যেতে যেতে চোখে পড়বে হাতে গোনা চার-পাঁচটা হালখাতার দোকান। ১২০ বছর ধরে এ ব্যবসায়ে জড়িত এখানের বেশ-কয়েকটি প্রতিষ্ঠান। যাদের সবার খাতা তৈরির কারখানা রয়েছে। পয়লা বৈশাখ ঘনিয়ে এলে দিন-রাত পরিশ্রম করে হালখাতা তৈরিতে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। তবে কাগজের দাম বাড়তি হওয়ায় বেড়েছে হালখাতার দাম। তাই তুলনামূলক এই বছর কিছুটা কম বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।