ফেরিতে ওঠানামায় ভাঙতে হয় কোমরসমান পানি

বড় ধরনের সংস্কারকাজের জন্য বন্ধ রাখা হয়েছে চট্টগ্রামের কালুরঘাট সেতু। শুরুর দিন গতকাল মঙ্গলবার সেতুর ওপর দিয়ে হাঁটার সুযোগ থাকলেও আজ তা বন্ধ করে দেওয়া হয়। যান ও মানুষ পারাপারের জন্য ব্যবস্থা করা হয়েছে ফেরির। তবে জোয়ারের পানিতে ডুবে যায় ফেরিতে ওঠানামার পথ। যাত্রী-চালক সবার পদে পদে ছিল দুর্ভোগ। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। এই দুর্ভোগের সঙ্গে যুক্ত হয়েছিল ফেরি বন্ধ হয়ে যাওয়া। ফেরিতে যাতায়াতে দেরি হওয়ায় অনেকেই ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হন। বিশেষজ্ঞরা বলছেন, নদীর পানির সর্বোচ্চ উচ্চতা বিবেচনা করে সংযোগ সেতু স্থাপন করা হলে এ সমস্যা হতো না। তড়িঘড়ি সেতু স্থাপন করার কারণে হয়তো উচ্চতা বিবেচনায় নেওয়া হয়নি। সে জন্য জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে। বুধবার দুপুরে কর্ণফুলী নদীর বোয়ালখালী প্রান্ত থেকে ছবিগুলো তোলা।

সংস্কারকাজের কারণে সেতু বন্ধ, তাই লোকজন ও যানবাহন চলাচলের জন্য ফেরি চালু কারা হয়েছে
জোয়ারের সময় ফেরির সংলগ্ন সড়কটি পানিতে ডুবে যায়
ঝামেলা এড়াতে অনেকে নৌকা নিয়ে পারাপার হন
ফেরি যখন ঘাটে এসে থামে, তখন ভরা জোয়ার। জোয়ারের পানিতে ডুবে গেছে পন্টুনে ওঠানামার সেতুটিও। তাই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের
সংযোগ সেতু পানির নিচে। এরই মধ্যে এক ব্যক্তি ফেরিতে মোটরসাইকেল তোলার চেষ্টা করছেন
পানি থেকে বাঁচতে লাফ দিয়ে সড়কে ওঠার চেষ্টা একজনের
শিশুদের কোলে নিয়ে পার করা গেলেও অন্যদের না ভিজে পার হওয়ার উপায় নেই
ইঞ্জিনে পানি ঢুকলে যেকোনো সময় বিকল হয়ে পড়তে পারে অটোরিকশাটি
ছোট শিশুদের পার করানো হচ্ছে ঝুঁকি নিয়ে
পানি এড়াতে একজন উঠে বসেন খুঁটির ওপর