ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রীর চাপ। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়েই অনেককে ট্রেনের ছাদে চেপে বসতে দেখা যায়। তবে জামালপুর কমিউটার ছাড়া অন্য ট্রেনগুলোয় যাত্রীর তেমন ভিড় ছিল না। শুক্রবার গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে তোলা ছবি।