রোগীর অভাবে হাসপাতালে ঝুলছে তালা

যক্ষ্মায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য আছেন চিকিৎসক-নার্স; আছে শয্যা, খাবার ঘর, ওষুধের দোকান। তবে প্রায় চার বছর ধরে হাসপাতালে কোনো রোগী ভর্তি হচ্ছেন না। রোগীর অভাবে ৫৫ শয্যার হাসপাতালের ফটকে তালা দেওয়া থাকে সব সময়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ওখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, আধুনিক যন্ত্রপাতি নেই—এসব কারণে ধীরে ধীরে এই হাসপাতাল থেকে বিমুখ হয়েছেন মানুষজন। বলা হচ্ছে, চট্টগ্রাম মহানগরের সিআরবি এলাকার রেলওয়ের বক্ষব্যাধি হাসপাতালের কথা।

চট্টগ্রাম মহানগরের সিআরবি এলাকায় অবস্থিত রেলওয়ের বক্ষব্যাধি হাসপাতালের বাইরের অংশ
চট্টগ্রাম মহানগরের সিআরবি এলাকায় অবস্থিত রেলওয়ের বক্ষব্যাধি হাসপাতালের বাইরের অংশ
এ হাসপাতালে অ্যাম্বুলেন্সও রয়েছে
এভাবে সব সময় তালা দেওয়া থাকে কেবিনগুলোতে
খালি পড়ে আছে শয্যা
হাসপাতালটির ভেতরে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া যায় এই পথ দিয়ে
ভেঙে পড়ে আছে রোগীর স্বজনদের বসার স্থান
শয্যার অনেকগুলোতে নেই বিছানা
রোগী নেই। তাই অস্ত্রোপচারের তালিকাটি একদম ফাঁকা
অস্ত্রোপচার কক্ষের চিত্র
হাসপাতালের বাইরের আরেকটি চিত্র
হাসপাতালের বারান্দায় রাখা হয়েছে ধোয়ামোছার জিনিস